Syntax in JavaScript - Bangla

Syntax in JavaScript - Bangla

Table of contents

Syntax:

আমরা জাভাস্ক্রিপ্টে যখন কোনো কোড লিখি বা প্রোগ্রামিং করি, তখন কিছু রুলস বা নিয়ম মেনেই আমাদের কোড লিখতে হয় যেইটাকে সোজা বাংলা ভাষায় Syntax বলে।

Why Syntax?

সিনট্যাক্স ফলো করে প্রোগ্রাম না লিখলে প্রোগ্রামে ভুল হতে পারে বা Error দেখাতে পারে। হয়ত সব সময় সিনট্যাক্স ফলো না করলেও কোড ঠিকঠাক কাজ করবে কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিনট্যাক্স ফলো করেই প্রোগ্রাম লিখা।

console.log('Hello World!') //Here I didn't use semi-colon after (), but program will give right output.

console.log('Hello Wolrd!'); //Here I used semi-colon afetr (). This program will works fine.

বোঝার সুবিধার্তে এইখানে console.log ব্যাবহার করেছি মাত্র, আসলে শুধু console না , সবখানেই সিনট্যাক্স মেনেই প্রোগ্রাম লিখতে হবে.